সাম্প্রতিক টেস্ট ক্রিকেটের সবচেয়ে আলোচিত কয়েকটি পিচ নিয়ে অবশেষে রায় দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে ছিল ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের পিচ এবং অস্ট্রেলিয়া–ইংল্যান্ড বক্সিং ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) উইকেট।

ব্যাপক সমালোচনা আর তর্ক-বিতর্ক সত্ত্বেও কলকাতার ইডেন গার্ডেনসে ভারত–দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের টার্নিং পিচকে ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। ম্যাচ রেফারি ও সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রিচি রিচার্ডসনের মূল্যায়নের কথা টাইমস অব ইন্ডিয়া (TOI) জানিয়েছে।

শাস্তি এড়াল ভারত–দক্ষিণ আফ্রিকার পিচ, কলকাতার রেটিং প্রকাশ

গত মাসে সেই কলকাতা টেস্ট তিন দিনের মধ্যেই শেষ হয়ে যায়। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলকে ৩০ রানে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ইডেনের পিচে শুরু থেকেই তীব্র টার্ন দেখা যায়, বোলাররা পুরো ম্যাচজুড়েই প্রভাব বিস্তার করেন। তবু আইসিসির চোখে পিচটি গ্রহণযোগ্যই ছিল।

গুয়াহাটির পিচ পেল ‘ভেরি গুড’ রেটিং

আরও চমক এসেছে গুয়াহাটি টেস্টের পিচ রেটিংয়ে। এসিএ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পিচকে ‘ভেরি গুড’ ঘোষণা করেছে আইসিসি। ওই ম্যাচে ভারতকে একেবারে কোণঠাসা করে ৪০৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা এবং ২–০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।

এই জয়ের মাধ্যমে ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা। একই সঙ্গে ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ভারতে ভারতকে হোয়াইটওয়াশ করল তারা।

এমসিজির পিচ ফেল, পেল ডিমেরিট পয়েন্ট

অন্যদিকে, অস্ট্রেলিয়া–ইংল্যান্ড বক্সিং ডে টেস্টে ব্যবহৃত মেলবোর্নের এমসিজি পিচ নিয়ে আইসিসির রায় ছিল কড়া। মাত্র দুই দিনের মধ্যেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় পিচটি নিয়ে প্রশ্ন ওঠে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আইসিসি ম্যাচ রেফারি জেফ ক্রো এমসিজির উইকেটকে ‘আনস্যাটিসফ্যাক্টরি’ রেটিং দেন। এর ফলে আইসিসির পক্ষ থেকে এমসিজিকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

 

news