সচিন তেন্ডুলকরের ছেলে আরজুন তেন্ডুলকর গোয়ার হয়ে ওপেনার হিসেবে খেলেন, আর তার ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যোগরাজ সিং। তিনি বলছেন, বোলিংয়ের কথা বাদ দিলেও আরজুনের ব্যাটিংটা ঠিক তার বাবার মতোই দুর্দান্ত।

সাবেক ভারতীয় ক্রিকেটার যোগরাজ সিং বলেছেন, সচিন তেন্ডুলকরের অলরাউন্ডার ছেলে আরজুন তেন্ডুলকরের ব্যাটিংয়ের গুণটা ডোমেস্টিক লিগে একদম উপেক্ষা করা হয়েছে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় তাকে বোলিং অলরাউন্ডার হিসেবেই দেখা গেছে।
“আমি তাকেও বলেছি যে সে দারুণ কোয়ালিটির ব্যাটার,” বলেছেন যোগরাজ সিং।
যোগরাজ সিং বলছেন, আরজুনের ব্যাটে অসাধারণ ক্ষমতা আছে এবং তার ব্যাটিং স্টাইল আর ট্যালেন্ট তার বাবা মহান সচিন তেন্ডুলকরের মতোই।

“তোমরা শুধু তার বোলিংয়ের দিকেই ফোকাস করছ। কী করছ এটা? কী হয়েছে? এত কোচ আছে, তারা কী করছে? সে তো মূলত ব্যাটার। আমার কাছে এসেছিল ১২-১৩ দিনের জন্য। আমি তাকে স্বাগত জানিয়েছি। বলেছিলাম চিন্তা করো না। একদিন বল লেগে চোট পায়, ডাক্তারের কাছে নিয়ে যাই, ঠিক হয়ে যায়। তখন বললাম প্যাড পরে ব্যাটিং কর। সে বলল তার ব্যাটিংয়ে ফোকাস করা হয় না। আমি বললাম দেখি, কারণ আগে তার ব্যাটিং দেখিনি। নেটে সে চারদিকে বাউন্ডারি মারছে, তখন তার কোচকে জিজ্ঞাসা করলাম কেন ব্যাটিং দেওয়া হচ্ছে না। আমি বললাম সে দারুণ কোয়ালিটির ব্যাটার, বাবার মতোই ব্যাটিং করে,” রবীশ বিষ্টের সাক্ষাৎকারে বলেছেন যোগরাজ।

আইপিএল ২০২৬-এ লখনউ সুপার জায়ান্টসে ট্রেড হয়েছেন আরজুন তেন্ডুলকর

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে গোয়ার হয়ে ৫ ইনিংসে আরজুন মাত্র ৭০ রান করেছেন, গড় ১৪। একবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নাম্বার ৯-এ নেমে ১৩ রান করেছিলেন।

২০২৫ আইপিএল সিজনে একটা ম্যাচও না খেলার পর আরজুনকে মুম্বইয়ের অধিনায়ক শার্দুল ঠাকুরের বিনিময়ে লখনউ সুপার জায়ান্টসে ট্রেড করা হয়েছে। ২০২৬ রিটেনশন ডেডলাইনের আগেই এই ট্রেড সম্পন্ন হয়।
তিনি বিজয় হাজারে ট্রফিতে গোয়ার হয়ে খেলছেন এবং পরের রাউন্ডে ৩ জানুয়ারি শনিবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে দেখা যাবে তাকে।

আরজুন তেন্ডুলকরের ডোমেস্টিক পরিসংখ্যান

আরজুন তেন্ডুলকর ২০২১ সালে মুম্বইয়ের হয়ে টি-টোয়েন্টিতে ডেবিউ করার পর ২০২২ রঞ্জি ট্রফি সিজনে গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ডেবিউ করেন। ২২টা প্রথম শ্রেণির ম্যাচে ২১.৩৭ গড়ে ৬২০ রান করেছেন, একটা সেঞ্চুরি আর দুটো হাফ-সেঞ্চুরি আছে। রেড-বল ক্রিকেটে ৫০ উইকেটের দোরগোড়ায়।

লিস্ট এ ক্রিকেটে ২১ ম্যাচে ১৮.২৫ গড়ে ১৪৬ রান আর ২৫ উইকেট নিয়েছেন গোয়ার হয়ে। মুম্বই আর গোয়া দুই দলের হয়ে টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে ১৮৯ রান আর ৩৫ উইকেট আছে তার ঝুলিতে।
চলমান বিজয় হাজারে ট্রফিতে গোয়ার হয়ে ওপেন করে মুম্বইয়ের বিরুদ্ধে ২৪ রান করেন, অধিনায়ক শার্দুল ঠাকুরের বলে আউট হন।

 

news