আপনারা জানেন, ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু এই ভদ্রলোকের খেলাকে যখন নোংরা রাজনীতির হাতিয়ার বানানো হয়, তখন আর চুপ করে থাকা যায় না। গত কয়েকদিনে ভারত এবং বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে যা ঘটেছে, তা কেবল খেলার মাঠেই সীমাবদ্ধ নেই—এটি এখন জাতীয় আত্মসম্মানের প্রশ্নে পরিণত হয়েছে।

news