বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আজকের মধ্যেই ক্রিকেটারদের মাঠে ফেরার আহ্বান জানিয়েছে বোর্ড। তা না হলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এমন টানটান পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচিত ফেসবুক পোস্ট দিয়েছেন বিসিবির আরেক পরিচালক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। তার পোস্ট ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে—তিনি আসলে কী বার্তা দিতে চেয়েছেন?

ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন,
“মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদী—তাদেরকে বিদেশি কেউ হত্যা করেনি, হত্যা করেছে নিজ দেশের লোক। দেশের ভেতরেই ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টরা।”

তিনি আরও লেখেন,
“নেপথ্যের কুশীলবরা সবসময় পর্দার আড়ালেই থাকে। তাই দেশে মোতায়েনকৃত বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং বারবার একই রকম নৃশংসই থাকবে। এরা সংখ্যায় কম হলেও পৃষ্ঠপোষকরা ভীষণ শক্তিশালী ও কূটকৌশলে সিদ্ধহস্ত। যে কোনো সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে—বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা তার উৎকৃষ্ট উদাহরণ।”

পোস্টের শেষ অংশে দেশাত্মবোধক বার্তাও জুড়ে দেন আসিফ আকবর। তিনি লেখেন,
“সবার আগে বাংলাদেশ।
ইনকিলাব জিন্দাবাদ।
বাংলাদেশ জিন্দাবাদ।
ভালোবাসা অবিরাম...”

এই পোস্টের সঙ্গে সরাসরি বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্ত বা ক্রিকেটারদের আন্দোলনের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি আলোচনায় এসেছে কারণ সম্প্রতি আসিফ আকবর প্রকাশ্যেই পরিচালক নাজমুল ইসলামের পাশে দাঁড়িয়েছিলেন। তখন তিনি নাজমুলকে একজন ‘ভালো ও সৎ মানুষ’ বলেও উল্লেখ করেছিলেন।

সব মিলিয়ে, বিসিবির ভেতরের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আসিফ আকবরের এই পোস্ট নতুন করে কৌতূহল ও নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে।

 

news