জেসিআই ঢাকা স্পার্কসের সামাজিক সচেতনতামূলক প্রজেক্ট- "কুসুমকথা: ব্রেকিং আউট অফ পিরিয়ড পোভার্টি (দ্বিতীয় পর্ব-১)" নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রজেক্টের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত কিশোরিদের মাসিকের স্বাস্থ্যবিধি এবং উপযুক্ত স্যানিটেশন সম্পর্কে শিক্ষিত করা আর কুসংস্কার এবং অস্বাস্থ্যকর অভ্যাসগুলি সম্পর্কে সচেতন করা। এর আগেও জেসিআই ঢাকা স্পার্কস কুসুমকথাঃ প্রথম পর্ব আহসানিয়া মিশন এতিমখানায় আয়োজন করে। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেসিআই ঢাকা স্পার্কসের সভাপতি নূরে আলম ভূঁইয়া, প্রজেক্ট সিওসি ফারজানা সুলতানা মৌ এবং প্রজেক্ট ডিরেক্টর ইন চার্জ সিগমা হায়দার। 

এছাড়া জেসিআই ঢাকা স্পার্কসের বোর্ড মেম্বার এবং সাধারণ সদেস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শামীমা সুলতানা, বিশিষ্ট সমাজকর্মী এবং আন্তর্জাতিক এনজিও বিশেষজ্ঞ, ডাঃ রুবাইয়া রহিম, রেসিডেন্ট স্পেশালাইজড মেডিকেল অফিসার (গাইনি ও প্রসূতি) এভারকেয়ার হাসপাতাল ঢাকা এবং নিবরাজ জাহান হুজাইরা কাউন্সেলিং সাইকোলজিস্ট তাকওয়া স্পেশালাইজড হাসপাতাল।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো সেনোরা কনফিডেন্স এবং জেসিআই ঢাকা আপটাউন। 

news