২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে ভর্তি ৯ ডেঙ্গু রোগী 

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন। ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বিবৃতিতে জানানো হয় একদিন পরেই দেশে  নতুন ডেঙ্গু সংক্রমিত রোগী ৯জনে দাড়াঁলো।

শনিবার (২১মে) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯ ডেঙ্গু রোগী ভর্তি। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ২৯ জন। এপর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি বলেও জানিয়েছে অধিদপ্তর।

এছাড়া (১জানুয়ারি-২০মে) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২৪৩ ভর্তি রোগীর মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন, ২১৪ জন। গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

news