বিদ্যুতের বকেয়া আদায়ে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশ দেন। তিনি বলেন, যারা বিদ্যুতের বিল চুরি করে, বকেয়া দেয় না, তাদের বিরুদ্ধে  পদক্ষেপ নিতে হবে। প্রয়োজেন সংযোগ বিচ্ছিন্ন করে দিন। 

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

বৈঠকে ২৬৬৫ কোটি টাকা ব্যয়সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। বৈঠকের পর প্রেস ব্রিফিং-এ প্রধানমন্ত্রীর নির্দেশনা সম্পর্কে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 

news