দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে  আবারও গম আমদানি বন্ধ হয়ে গেছে। ২৯ মের পর থেকে গম আসছেনা বলে জানান আমদানিকারকরা। শত শত গমবাহী ট্রাক ভারতে আটকা পড়েছে বলে জানিয়েছে দেশটির সিআ্যন্ডএফ এজেন্টরা। 

বন্দরের সিআ্যন্ডএফ এজেন্টের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন,মূল্য নিয়ন্ত্রণে রাখতে ১৩ মে ভারত গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বন্দর দিয়ে গম আসা বন্ধ হয়ে যায়। পরে আগের টেন্ডার হওয়া গম রফতানির সিদ্ধান্ত হয়। গত রোববার (২৯ মে) ভারত থেকে ২ টি ট্রাকে ৭৮ টন গম আমদানি হয়। এরপর আবারও আমদানি বন্ধ হয়ে যায়। কয়েক দফা বন্ধ ও চালুর মধ্য দিয়ে আগের টেন্ডারের গম রফতানিও  বন্ধ রয়েছে। তবে ১২ মে পর্যন্ত হওয়া এলসির বিপরীতে গম রফতানির আশ্বাস দিলেও তা পাঠায়নি ভারত। এতে বেশ সংখ্যক গম বোঝাই ট্রাক আটকে পড়েছে ওপারে। এ কারণে আমদানিকারকরা চরম বিপাকে পড়েছেন। দীর্ঘদিন ট্রাকে আটকা থাকায় পণ্যের মান নিয়েও দুশ্চিন্তায় রয়েছে আমদানিকারকরা। এদিকে আগে ডলারের দাম কম থাকলেও, দিন দিন তা বাড়তে থাকায় বিল ছাড়তে বাড়তি অর্থ গোনার দুশ্চিন্তায় পড়েছেন আমদানিকারকরা। 

তিনি আরও বলেন, এ অবস্থায় গত ২৩ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ তারিখ পর্যন্ত হওয়া এলসির বিপরীতে সুইফট কপি ওই দিনের মধ্যেই পৌঁছানোর সাপেক্ষে গম রফতানির কথা জানায় ভারতীয় কর্তৃপক্ষ। কিন্তু যেসব এলসি ১২ মে এর মধ্যে হয়েছে কিন্তু সুইফট কপি ওই তারিখের পরে গেছে বা এলসির সময় বাড়ানো হয়েছে, সেগুলোর গম রফতানি না করার কথা জানানো হয়। কিন্তু এর পরেও নানা জটিলতা দেখিয়ে ভারতীয় কাস্টমস রফতানি বন্ধ রাখায় বন্দর দিয়ে কোনও গম আমদানি হচ্ছেনা। তবে আজ বুধবার আটকে পড়া গম বোঝাই ট্রাক দেশে প্রবেশ করার কথা রয়েছে।

হিলি পানামা পোর্ট এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন,বন্দর দিয়ে আগে গম এলেও গত ২৯ মে’র পর থেকে গম আমদানি সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

news