বন্যার্তদের ত্রাণ দিলেন কোস্ট গার্ডের মহাপরিচালক

সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় অনাকাক্সিক্ষত বন্যাকবলিত সিলেট-সুনামগঞ্জে পানি বন্দিদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে কোস্টগার্ড।

রোববার ত্রাণ বিতরণের সময় কোস্টগার্ড মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 
খন্দকার মুনিফ তকি বলেন, দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত এবং ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রান ও পূর্ণবাসনসহ কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

news