মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে ফেসবুকে একটি পোস্টে 'স্যাড' রিয়্যাক্ট ও মন্তব্য করার কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ৪ মে মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রউফের স্বাক্ষরে এই নোটিশ জারি করা হয়।
নোটিশপ্রাপ্ত কর্মকর্তারা হলেন: সহকারী পরিচালক এএসএম সানোয়ার রাসেল, জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. সালমুন হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, সহকারী প্রকল্প পরিচালক মো. ফরিদ হোসেন ও সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান।
ঘটনার সূত্রপাত গত ১৪ এপ্রিল, যখন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার পদোন্নতির বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টে উল্লিখিত পাঁচ কর্মকর্তা 'স্যাড' ইমোজি দিয়ে প্রতিক্রিয়া ও মন্তব্য করেন।
নোটিশে বলা হয়েছে, 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮' এবং 'সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯' লঙ্ঘনের অভিযোগে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশপ্রাপ্ত দুই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তারা সময়মতো জবাব দিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে মহাপরিচালক আবদুর রউফ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, জুলকারনাইন সায়ের খান শনিবার নতুন একটি পোস্টে এই ঘটনাকে 'অবিশ্বাস্য' আখ্যা দিয়েছেন। তাঁর মতে, শুধু একটি ইমোজি রিয়্যাক্টের জন্য কর্মকর্তাদের নোটিশ দেওয়া অযৌক্তিক।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিস্বাধীনতা ও শৃঙ্খলা বিধানের সীমারেখা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।


