বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন শুনানির জন্য ২২ মে তারিখ নির্ধারণ করেছেন।
নুসরাত ফারিয়াকে রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
আদালতে তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদন করলে আসামি পক্ষ জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে প্রথমে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে স্থানান্তর করা হয়। জুলাই মাসের গণ-অভ্যুত্থান চলাকালে এই মামলায় তাকে আসামি করা হয়।
২০১৫ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন। এছাড়া তিনি মডেলিং ও টেলিভিশন সঞ্চালনার সঙ্গেও যুক্ত ছিলেন।


