প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় বঙ্গোপসাগরের গুরুত্ব অপরিসীম। 'বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫' উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি সমুদ্রসম্পদের সঠিক ব্যবহারের ওপর জোর দেন।

তিনি বলেন, "সমুদ্রসীমা সংক্রান্ত সঠিক হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে, যা একটি টেকসই সমুদ্রনীতি প্রণয়নে সহায়ক হবে।" এবারের প্রতিপাদ্য 'Seabed Mapping: Enabling Ocean Action'কে তিনি সময়োপযোগী ও প্রাসঙ্গিক হিসেবে আখ্যায়িত করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, "বর্তমান সরকার বাংলাদেশকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে কাজ করছে। এ জন্য সমুদ্রসম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আধুনিক হাইড্রোগ্রাফিক তথ্য অপরিহার্য।"

তিনি বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগের ভূমিকার প্রশংসা করে বলেন, "এই বিভাগ সমুদ্রসীমার জরিপ, নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ডে তথ্য বিনিময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।"

ভবিষ্যতে সমুদ্রবন্দর উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ, তেল-গ্যাস অনুসন্ধান ও উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফিক বিভাগের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের সব কর্মসূচির সাফল্য কামনা করে বাণী শেষ করেন প্রধান উপদেষ্টা।

news