তিস্তার পানিতে ৩৮ শত পরিবার পানিবন্দি 

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) মঙ্গলবার (০২ আগষ্ট-২২) তিস্তায় উজানের ঢল ভারত থেকে পানি নেমে আসায় ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী, পূর্ব ছাতনাই, খগা খড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের ব্যাপক হারে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। টেপা খড়িবাড়ী ইউনিয়নের ২ হাজার ৩ শত মিটার বালু বাধের প্রায় ৪ শত মিটার ভেঙ্গে তিস্তা নদীগর্ভে বিলীন হয়ে শতাধিক পরিবারের বসত বাড়ি ও আবাদি জমি নিশ্চিহ্ন হয়েছে। 

এ বিষয় টেপা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান মইনুল হক বলেন- হঠাৎ আবারও তিস্তার পানি বেশি হওয়ায় বালু বাধ ভেঙ্গে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের গেট অপারেটর ফজলুল হক জানান সন্ধ্যা ৬টায় তিস্তার পানি বিপদসীমার ১০ সে.মি উপরে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। উপজেলা ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম জানান হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় ৬টি ইউনিয়নে  প্রায় ৩ হাজার ৮শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।  তিস্তা পাড় হতে মানুষদের নিরাপদ স্থানে রাখার জন্য স্ব-স্ব ইউ.পি চেয়ারম্যানদের জানানো হয়েছে। আগামীকাল সরেজমিন পরিদর্শন করে সরকারী নির্দেশনা অনুযায়ী ত্রাণ প্রদান করা হবে। 

news