যেকোনো দেশেই মোট জনসংখ্যার একটি বিরাট অংশজুড়ে থাকে প্রবীণ জনগোষ্ঠী। সব ব্যক্তিকেই বার্ধক্যের স্বাদ গ্রহণ করতে হবে। তাই প্রবীণদের অবহেলা না করে তাদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টিই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব উত্তরা’র প্রেসিডেন্ট কাজী আসমা হক এ কথা বলেন। 

শনিবার (১ অক্টোবর) উদ্যাপিত হয়েছে ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। উত্তরা ১৩ নং সেক্টর এর পার্ক মাঠে ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের ন্যায় ইনার হুইল ক্লাব উত্তরা’র সদস্যরা যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালন করেছেন। 

উল্লেখ্য যে, ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস ঘোষণা করা হয়। এরপর ১৯৯১ সাল থেকেই আজকের দিনটি পৃথিবীর প্রতিটি দেশে প্রবীণ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

news