চিত্রনায়িকা পরীমনি মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ তাকে জামিন দেন। পরীমনির জামিনদার হিসেবে উপস্থিত ছিলেন তরুণ গায়ক শেখ সাদী। 

এ বিষয়ে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, আদালতে পরীমনি আসতে না পারায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরীমনি এরপর সিদ্ধান্ত নেন আদালতে আত্মসমর্পণ করবেন এবং জামিন নেবেন, যা তিনি সফলভাবে পেয়েছেন। জামিননামা লিখিত হয় এবং তার সঙ্গে জামিনদার হন শেখ সাদী।

শেখ সাদী জানান, পরীমনির সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের মাধ্যমে। তিনি বলেন, "পরীমনির গ্রেপ্তারি পরোয়ানার খবর শুনে আমি দুশ্চিন্তায় পড়ি, তারপর তার সঙ্গে কথা হয় এবং আজ আদালতে এসে জামিনদার হলাম।"

প্রসঙ্গত, পরীমনি ও তার সহযোগীদের বিরুদ্ধে ২০২২ সালের ১৮ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন। অপরদিকে, পরীমনি নিজেও ২০২১ সালের ৮ জুন সাভারের ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাই করেছেন। বর্তমানে দুটি মামলাই সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। 

পরীমনির জামিন পাওয়ার পর, তার আইনজীবী এবং শেখ সাদী তাকে সহায়তা করেছেন।

news