অনলাইনে বেআইনি বেটিং অ্যাপের প্রচার ও অর্থ লেনদেনকে কেন্দ্র করে তদন্তে আছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং টলিউড তারকা ও এমপি মিমি চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উর্বশীকে ১৬ সেপ্টেম্বর এবং মিমিকে ১৫ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে হাজিরা দিতে নোটিশ পাঠিয়েছে।

ইডি জানিয়েছে, এই বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের আশঙ্কা আছে। ইতোমধ্যেই একাধিক হাই-প্রোফাইল ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান।

তদন্তকারীরা মনে করছেন, অ্যাপটির প্রচার এবং এতে যুক্ত আর্থিক লেনদেনে সেলিব্রেটিদের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই উর্বশী ও মিমিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

এর আগে অঙ্কুশ হাজরাসহ একাধিক তারকাকে এই বেআইনি বেটিং চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, তারা অ্যাপটির প্রচারে সরাসরি ভূমিকা নিয়েছিলেন।

 

news