ওপার বাংলার প্রসিদ্ধ পরিচালক সৃজিত মুখার্জি। একের পর এক ভিন্ন ধারার সিনেমা উপহার দিয়ে চলেছেন দর্শকদের। জীবনের সব সাফল্যের মাঝেও, আর পাঁচটা সন্তানের মতোই তার বাবার কথা সৃজিতের মনে ভীষণভাবে বাস করে।

তার পরিচালিত ছবিগুলো দেখলে বাবা কতটা খুশি হতেন—এই প্রশ্নটি নিজের মধ্যেই বারবার জাগে। বাবার জন্মদিনে আবেগঘন একটি পোস্টে সেই কথাই তুলে ধরেছেন সৃজিত।

সৃজিত লিখেছেন, ‘এক যে ছিল রাজা’ মুক্তির পরেই তুমি আমাদের ছেড়ে চলে গেলে।’ পোস্টে বাবার একটি পুরোনো ছবি শেয়ার করেছেন তিনি।

তিনি আরও লিখেছেন, ‘ইতিহাসের প্রতি তোমার ভালোলাগার কারণে বেশ কিছু ছবি তুমি দেখতে পারতে। একে একে মুক্তি পেয়েছে ‘গুমনামি’, ‘পদাতিক’-এর মতো ছবি। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ও মুক্তির অপেক্ষায়।’

সৃজিতের কথায়, ‘তুমি নিশ্চয়ই ছবিগুলো দেখেছো। কয়েক বছরের মধ্যে এর উত্তর জানব। আবারও তোমার সঙ্গে আমার দেখা হবে। তাই আপাতত শুভ জন্মদিন।’

প্রসঙ্গত, এ বছর পূজায় বড় পর্দায় সৃজিতের কোনো ছবি মুক্তি না পেলেও, হইচই-এ মুক্তি পেতে চলেছে ‘ফেলুদা ফেরত: যত কাণ্ড কাঠমান্ডুতে’। এছাড়া চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’, আর ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’।

 

news