বলিউডের জনপ্রিয় জুটি জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান। সদ্য মুক্তি পাওয়া ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে ২ অক্টোবর। সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই তারকা।

সম্প্রতি পিঙ্কভিলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী-বরুণ শেয়ার করেছেন মজার কিছু অজানা ঘটনা। তারা জানান, ‘বাওয়াল’ সিনেমার শুটিং করতে গিয়ে মেঝেতে ঘুমাতে হয়েছিল তাদের।

স্মৃতি রোমন্থন করে বরুণ ধাওয়ান বলেন,
“আমরা প্যারিস যাচ্ছিলাম, কারণ শুটিং হচ্ছিল নরম্যান্ডিতে। তখন আমরা এক লাউঞ্জে ছিলাম। সেখানে সোফা ছিল, কিন্তু ঘুমানোর জায়গা ছিল না। বাধ্য হয়ে আমরা দু’জন মেঝেতে ঘুমিয়ে পড়ি। পরে যেসব মানুষ সোফায় ঘুমাচ্ছিলেন তারা উঠে গেলে আমি দ্রুত সোফায় উঠে যাই। কিন্তু জাহ্নবী তখনও মেঝেতে ঘুমাচ্ছিল।”

কেন জাহ্নবীকে ডাকেননি, সেই ব্যাখ্যা দিয়েছেন বরুণ,
“আমি ভেবেছিলাম, যদি ওকে জাগাই, তাহলে সে রাগ করবে। বলবে—‘আমার ঘুম কেন ভাঙালে?’”

এখানেই শেষ নয়, আরও এক গোপন তথ্য ফাঁস করে দিলেন বরুণ। তিনি বলেন,
“বিমানে জাহ্নবী আমাকে ওষুধ খাইয়েছিল।”

কথা শুনেই জাহ্নবী হাসতে হাসতে প্রতিবাদ করেন,
“এটা একদম ঠিক নয়।”

তবে বরুণ মুচকি হেসে উত্তর দেন,
“আমি অসুস্থ ছিলাম। আর জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল।”

এই হাস্যরসাত্মক স্মৃতিচারণায় দর্শকেরা যেন আরও একবার কাছ থেকে দেখলেন বরুণ-জাহ্নবীর দারুণ বন্ধুত্ব আর মজার কেমিস্ট্রি।

 

news