বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি সবসময়ই ব্যক্তিগত জীবনকে রেখেছেন আড়ালে। প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘ পাঁচ বছর প্রেম করেছিলেন তিনি। কিন্তু এই সম্পর্কের খবর কেউ জানতে পারেনি। অবশেষে ২০১৪ সালে বিয়ে করেন এই তারকা জুটি, সেটিও বিদেশে গিয়ে। বিয়ের খবর পরে প্রকাশ পেলেও কোনো ছবি প্রকাশ করেননি তারা। আর এ নিয়েই বহু বছর ধরে ভক্তদের কৌতূহল।
সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন রানী। কেনো বিয়ের ছবি প্রকাশ করেননি— সেই রহস্যও জানালেন তিনি।
রানী বলেন,
“আমরা দুজনেই চাইনি বিয়েটা হোক মিডিয়া ইভেন্টে ভরা কোনো আয়োজন। আমাদের সম্পর্ক শুরু থেকে অনেকটা ব্যক্তিগত ছিল, তাই বিয়েটাও ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তকে আমরা নিজেদের মতো করে কাটাতে চেয়েছিলাম, ক্যামেরা ও ফ্ল্যাশলাইট ছাড়া।”
অভিনেত্রীর ভাষায়,
“আসলে আমাদের সম্পর্কের সৌন্দর্য ছিল এটিকে সবার চোখের আড়ালে রাখা। আর বিয়ের ছবি প্রকাশ করলে সেই ব্যক্তিগত অনুভূতিটা নষ্ট হয়ে যেত। তাই আজও সেই ছবিগুলো শুধু আমাদের কাছেই রয়ে গেছে।”
রানীর এই খোলামেলা স্বীকারোক্তির পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। তারা আশা করছেন, কোনো একদিন হয়তো প্রিয় নায়িকা নিজের বিয়ের সেই অদেখা ছবিগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন।


