বলিউড সুপারস্টার সালমান খান হঠাৎ করেই পাকিস্তানে বিতর্কের কেন্দ্রে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বালুচিস্তানকে ‘দেশ’ হিসেবে উল্লেখ করায়, তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও গুজব।
ঘটনার শুরু রিয়াদে এক অনুষ্ঠানে
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি রিয়াদে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় সিনেমার প্রসঙ্গে কথা বলছিলেন সালমান খান। সেখানে তিনি বলেন,
“আপনি যদি হিন্দি সিনেমা বানান, সেটা সৌদি আরবে ভালো ব্যবসা করবে। তেমনি তামিল, তেলেগু, মালয়ালম—যে কোনো ভারতীয় ভাষার ছবিই এখানে জনপ্রিয় হতে পারে, কারণ এখানে আফগানিস্তান, পাকিস্তান, বালুচিস্তানসহ নানা দেশ থেকে মানুষ আসে।”
এই বক্তব্যেই বিতর্কের সূচনা হয়। কারণ, বালুচিস্তান কোনো স্বাধীন দেশ নয়; এটি পাকিস্তানের একটি প্রদেশ। সালমানের মুখে ‘বালুচিস্তান’কে আলাদা দেশ হিসেবে উল্লেখ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় পাকিস্তানে।
সোশ্যাল মিডিয়ায় গুজব ও ক্ষোভ
ঘটনার পরপরই পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানা দাবি। কেউ কেউ সালমান খানকে “সন্ত্রাসবাদী” বলে উল্লেখ করেন, এমনকি দেশটিতে তাকে নিষিদ্ধ করা হয়েছে বলেও দাবি ওঠে।
তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এই দাবিগুলোর কোনো সরকারি ভিত্তি নেই। পাকিস্তান সরকারের পক্ষ থেকে সালমান খানকে নিষিদ্ধ করার বা তার বিরুদ্ধে কোনো মন্তব্য করার বিষয়টি সত্য নয়।
গুজবের পেছনে ভিডিও কাটাছেঁড়া
পরে তদন্তে দেখা যায়, সালমান খানের বক্তব্যের ভিডিওর কিছু অংশ ভুলভাবে সম্পাদনা করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়। সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি ও বিতর্ক।
এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তানের কোনো সরকারি সংবাদমাধ্যমও আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করেনি।
