বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর আবারও আলোচনায়—তবে এবার প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি। সম্প্রতি একটি কনসার্টে গান গাওয়ার সময় তার অঙ্গভঙ্গি ও নিজের শরীরে পানি ঢালার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় বড়সড় বিতর্ক।

কেউ একে ‘সাহসী স্টেজ পারফরম্যান্স’ বলে প্রশংসা করলেও অনেকে এটিকে ‘অশোভন’ এবং ‘সস্তা জনপ্রিয়তার চেষ্টা’ হিসেবে আখ্যা দিচ্ছেন।

কী দেখা গেছে ভাইরাল ভিডিওতে?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়—লেপার্ড-প্রিন্টের আঁটসাঁট পোশাকে মঞ্চে পারফর্ম করছিলেন নেহা। গান গাওয়ার এক পর্যায়ে তিনি একটি পানির বোতল তুলে নিয়ে নিজের শরীরের উপরের অংশে ঢেলে দেন।
এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে টিকটক ও ইনস্টাগ্রামে, আর এখন পর্যন্ত ভিডিওটি ১ কোটিরও বেশি দেখা হয়েছে।

 সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

ভিডিওটি সামনে আসতেই নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তাদের অভিযোগ—একজন কণ্ঠশিল্পী হিসেবে গানের চেয়ে নেহা বেশি গুরুত্ব দিয়েছেন শরীরী প্রদর্শনীতে।
একজন লিখেছেন, “সুরের রানির এমন অবস্থায় নামা সত্যিই দুঃখজনক।”
আরেকজন মন্তব্য করেন, “শুধু ভাইরাল হওয়ার নেশায় নিজের ইমেজটাই নষ্ট করছেন।”

ভক্তরা বলছেন—এটাই নেহার স্টেজ এনার্জি

তবে নেহা কক্করের অনুগত ভক্তরা ইতোমধ্যেই তার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, এমন পারফরম্যান্স আন্তর্জাতিক শোতে দেখা যায়ই, আর নেহার এই উন্মাদনা তার স্টেজ চার্মেরই অংশ।

প্রসঙ্গত, এটিই নেহার প্রথম বিতর্ক নয়। এর আগেও মঞ্চে বেলি ডান্স বা সাহসী অঙ্গভঙ্গির কারণে তিনি নজর কাড়েন এবং সমালোচনার মুখে পড়েন। তবে এবার তার এই ‘পানি ঢালা’ মুহূর্ত সমাজের রুচিবোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

 

news