বলিউডের গ্রিক গড হৃতিক রোশন ২০০০ সালে ‘কহো না প্যায়ার হ্যায়’ দিয়ে ডেবিউ করেই রাতারাতি সুপারস্টার হয়ে যান। সিনেমাটি এতটাই হিট হয় যে, মাত্র এক মাসের মধ্যে তার কাছে প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব চলে আসে! সম্প্রতি একটা জনপ্রিয় টকশোতে বসে ক্যারিয়ারের শুরুর সেই পাগলামির গল্প শোনালেন নিজেই।
হৃতিক বললেন, প্রতিদিন সকালে জানালার পর্দা সরালেই দেখতেন বাড়ির গেটে লম্বা লাইন। ভক্ত-অনুরাগীদের ভিড় এড়াতে তখনকার গার্লফ্রেন্ড সুজান খানের সঙ্গে দেখা করতে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরোতে হতো!
“প্রথম সিনেমা সুপারহিট হওয়ার পর বাড়ির সামনে সারাদিন ভক্তদের জটলা। বিশেষ করে মেয়েরা আর তাদের বাবা-মায়েরা আমার সঙ্গে দেখা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন,” হাসতে হাসতে বললেন হৃতিক।
তার সুপুরুষ লুক, দুর্দান্ত নাচ আর অভিনয়ের জাদুতে সেই সময় ভারতের তরুণ প্রজন্ম তাকে ‘গ্রিক গড’ বলে ডাকতে শুরু করে। কিন্তু এত উন্মাদনার মাঝেও বাল্যবন্ধু সুজান খানের প্রতি ভালোবাসা অটুট রেখেছিলেন। শেষমেশ লাখো ফ্যানের হৃদয় ভেঙে ২০০০ সালেই সঞ্জয় খানের মেয়ে সুজানকে বিয়ে করে ফেলেন হৃতিক রোশন।
