দক্ষিণী সিনেমার সুপারস্টার এবং রাজনীতিক বিজয় থালাপাতির জন্য সময়টা মোটেই ভালো যাচ্ছে না। শোনা গেছে, প্রথমে কারুরে নির্বাচনী সমাবেশে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা, এরপর তার শেষ ছবির সেন্সর বোর্ডে আটকে যাওয়া, আর এখন সিবিআই সদর দপ্তরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ। সব মিলিয়ে তাঁর জন্য এটি বেশ চ্যালেঞ্জিং সময়।

গত সপ্তাহে জানা যায়, দিল্লির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) বিজয়কে তলব করেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টা ২৯ মিনিটে দিল্লির সিবিআই সদর দপ্তরে উপস্থিত হন তিনি। তামিলনাড়ুর কারুরে নির্বাচনী সমাবেশে ৪১ জনের মৃত্যু সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে শুরু হয় তাঁর জিজ্ঞাসাবাদ।

প্রায় ছয় ঘণ্টা চলা জিজ্ঞাসাবাদে নায়ককে সমাবেশ সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে তিনি সিবিআই দপ্তর ত্যাগ করেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আবারও তলব করা হয় বিজয়কে। তবে তিনি ফসল কাটার উৎসব পোঙ্গলে অংশ নেওয়ার কারণে অন্য তারিখে উপস্থিত হওয়ার অনুরোধ জানান। সিবিআই এই অনুরোধ মেনে নেয়।

কারুরে পদপিষ্ট মামলার তদন্তে বিজয় থালাপাতির পাশাপাশি তামিলনাড়ুর প্রাক্তন এডিজি (আইন-শৃঙ্খলা) এস ডেভিডসন দেবাশিরভাথমকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত কমিটি হতাহতের সঠিক কারণ নিরপেক্ষভাবে নিশ্চিত করার জন্য কাজ করছে।

 

news