দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা 'দ্য রাজা সাব' মুক্তির পর থেকেই ভক্তদের উন্মাদনা যেন কিছুটা বেড়েই চলেছে। তবে এবার সেই উত্তেজনা বেড়ে বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। ওড়িশার একটি সিনেমা হলে সিনেমা দেখার সময় ভক্তরা প্রেক্ষাগৃহের ভেতরেই আগুন জ্বালিয়ে উল্লাস করতে দেখা গেছে, যা নেটিজেন ও সাধারণ মানুষের তীব্র সমালোচনার ঝড় তুলেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে দেখা যায়, বদ্ধ হলের ভেতর একদল দর্শক উৎসবের রঙিন কাগজ (কনফেটি) জ্বালিয়ে আগুনের লেলিহান শিখা তৈরি করছেন এবং সেটি নিয়ে উল্লাস করছেন। এই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই শুরু হয় নিন্দার বন্যা।
নেটিজেনরা এই কাজকে সম্পূর্ণ 'বুদ্ধিহীন' ও 'ঝুঁকিপূর্ণ' বলে আখ্যা দিচ্ছেন। তাদের মতে, এভাবে বদ্ধ জায়গায় আগুন খেলা অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে। অনেকে বলছেন, এই ধরনের কাজ কোনভাবেই সত্যিকারের ভক্তদের হতে পারে না এবং এটি প্রভাসের মতো তারকার ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করছে।
ভক্তদের একটি বড় অংশও এই ঘটনায় ক্ষুব্ধ। তাদের দাবি, এই রকম বেখেয়ালী ও বিপজ্জনক আচরণ তাদের প্রিয় তারকাকে জনসমক্ষে লজ্জিত করছে। তবে এখন পর্যন্ত অভিনেতা প্রভাস বা সিনেমা হল কর্তৃপক্ষের তরফ থেকে এই ঘটনা নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, 'দ্য রাজা সাব' সিনেমাটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই ভক্তদের মধ্যে সিনেমা নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে। এর আগেও, সিনেমার একটি দৃশ্যের সঙ্গে মিল রেখে, কিছু ভক্ত প্রেক্ষাগৃহে কুমিরের ডামি নিয়ে প্রবেশ করেছিলেন, যা তখনও আলোচনার জন্ম দিয়েছিল।
মারুতি পরিচালিত এই হরর-কমেডি সিনেমায় প্রভাসের পাশাপাশি অভিনয় করেছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। সিনেমার অ্যাকশন ও প্রভাসের লুক নিয়ে ভক্তদের উৎসাহ থাকলেও, প্রেক্ষাগৃহের ভেতর এই ধারাবাহিক বিশৃঙ্খল আচরণ নিরাপত্তা বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে।
