তারকাদের জীবনে বিশ্বস্ত ও অনুগত দেহরক্ষী যেন এক বড় আশীর্বাদ। বলিউডে এমন দেহরক্ষীদের উদাহরণ কম নয়—অমিতাভ বচ্চনের নিরাপত্তারক্ষী জিতেন্দ্র শিন্ডে, সালমান খানের শেরা কিংবা শাহরুখ খানের রবি সিং। সময়ের সঙ্গে সঙ্গে তারকাদের মতো এসব দেহরক্ষীরাও হয়ে উঠেছেন পরিচিত মুখ।
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ছায়াসঙ্গী নিরাপত্তারক্ষী জালালুদ্দিন শেখও তেমনই একজন। ৫ জানুয়ারি দীপিকার জন্মদিন উপলক্ষে তার সঙ্গে তোলা একটি ক্যান্ডিড ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জালালুদ্দিন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি। কারণ, সেখানে শুধু দায়িত্ব নয়—দীপিকা ও তার দেহরক্ষীর আত্মিক বন্ধনের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।
এই ছবি ভাইরাল হওয়ার পরই নেটিজেনদের কৌতূহল বাড়ে জালালুদ্দিনকে ঘিরে। অনেকেই জানতেন না, দীপিকার দীর্ঘদিনের নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষটি তিনি। সেই সঙ্গে প্রশ্ন ওঠে—এই ভাইরাল দেহরক্ষীর বেতনই বা কত?
বলিউড লাইফ ডটকমের তথ্য অনুযায়ী, দীপিকা আদর করে জালালুদ্দিনকে ‘জালাল’ নামে ডাকেন। এক দশকেরও বেশি সময় ধরে ২৪ ঘণ্টা অভিনেত্রীর নিরাপত্তা নিশ্চিত করে আসছেন তিনি। শুটিং, ইভেন্ট, বিদেশ সফর—সব জায়গায় দীপিকার সঙ্গে ছায়ার মতো থাকেন জালাল। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক শুধু পেশাগত পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং পারিবারিক বন্ধনেও রূপ নিয়েছে। প্রতি বছর রাখিবন্ধনের দিনে দীপিকা নিজ হাতে তার কবজিতে রাখিও বাঁধেন।
আয়ের দিক থেকেও জালালুদ্দিন এখন বলিউডের আলোচিত দেহরক্ষীদের একজন। ২০২৪–২৫ সালে তার বার্ষিক আয় প্রায় ১.২ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা। এর আগে তার আয় ছিল বছরে প্রায় ৮০ লাখ রুপি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮ লাখ টাকা। বছরের পর বছর ইনক্রিমেন্টের ফলে এই অঙ্ক বেড়েই চলেছে।
২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার বিয়ের সময় পুরো নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বেও ছিলেন জালালুদ্দিন। ব্যক্তিগত ও পেশাগত—দুই ক্ষেত্রেই অভিনেত্রীর সবচেয়ে ভরসার মানুষদের একজন তিনি।
২০২৪ সালের সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হন দীপিকা পাড়ুকোন। এরপর দীর্ঘ সময় মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এই অভিনেত্রী। গত বছর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে বিরতি শেষে আবারও ক্যামেরার সামনে ফিরছেন দীপিকা। শাহরুখ খানের ‘কিং’ সিনেমার মাধ্যমে তার প্রত্যাবর্তন ঘটছে। পাশাপাশি আল্লু অর্জুনের প্রায় ১৪০০ কোটি টাকা বাজেটের সায়েন্স ফিকশন সিনেমাতেও দেখা যাবে তাকে।
