গত ডিসেম্বরে শুটিং শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে ক্যামেরা ওপেন করা যায়নি শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’–এর। পরিচালক আবু হায়াত মাহমুদের এই ছবির কাজ পিছিয়ে যাওয়ায় গত সপ্তাহে গুঞ্জন ছড়ায়, রোজার ঈদে মুক্তি পাচ্ছে না ‘প্রিন্স’। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস নতুন শিডিউল ঘোষণা করে সেই গুঞ্জন উড়িয়ে দেয়।
ঘোষিত নতুন সূচি অনুযায়ী, গতকাল মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে ‘প্রিন্স’-এর শুটিং। তবে শুরুতে সেটে দেখা যায়নি শাকিব খানকে। তাঁকে ছাড়াই চলছে প্রাথমিক দৃশ্যধারণ।
সিনেমাটির বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু দুই দেশের বর্তমান পরিস্থিতির কারণে তৈরি হয়েছে ভিসা জটিলতা। এখনো শিল্পীদের ভিসা না পাওয়ায় নতুন পরিকল্পনায় হাঁটছেন প্রযোজকরা। জানা গেছে, ভারতের পরিবর্তে এবার শ্রীলঙ্কায় শুটিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকায় টানা চার দিন শুটিং শেষে ‘প্রিন্স’ টিম শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে। সেখানেই সিনেমায় যোগ দেবেন শাকিব খান।
‘প্রিন্স’-এ শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের চরিত্রে। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর অভিনয়ের কথাও শোনা যাচ্ছে। আরও অভিনয় করছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ অনেকে।
এদিকে একই সময়ে শ্রীলঙ্কায় শুটিং শুরু হয়েছে আরেক ঈদ ছবি ‘রাক্ষস’–এর। পরিচালক মেহেদী হাসান হৃদয় তাঁর টিম নিয়ে ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। সঙ্গে আছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়, বাপ্পারাজ, আলীরাজ প্রমুখ। গত মাসেই শেষ হয়েছে ‘রাক্ষস’-এর বাংলাদেশ অংশের শুটিং। ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’—দুটো সিনেমাই রোজার ঈদে মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে।
