টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তার প্রাক্তন প্রেম নিয়ে সরল স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। কিন্তু তার পরের ঘটনা আরও চাঞ্চল্যকর! বিষয়টি নিয়ে তিনি যে ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন, তাতে নেটিজেনদের একাংশ বলছেন ‘নাটকীয়’, আবার অনেকে বলছেন পুরো ব্যাপারটাই ‘মজা’।

নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় একটি ভিডিও পোস্ট করেন জোভান। সেখানে তিনি খুব আবেগপ্রবণ ভঙ্গিতে বলেন, "সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। আমি আজ জাতির সামনে বলতে চাই, কথাগুলো মন থেকে আসেনি। এগুলো স্ক্রিপটেড ছিল, সাজানো ছিল, এগুলো আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল।" কথাগুলো বলতে বলতেই তিনি যেন থেমে যান, আর তার পাশেই বসে থাকেন তার স্ত্রী।

লিখিত বক্তব্য আর হাসির খেলা

এরপর তিনি একটি লিখিত বক্তব্য পড়তে শুরু করেন। সেখানে বলেন, "আসলে একটু বেশিই বলে ফেলেছি। এতটা বলা আমার ঠিক হয় নাই।" এই জায়গায় এসে লিখিত বক্তব্য থামিয়ে পাশের স্ত্রীর দিকে তাকিয়ে মাথা নাড়েন তিনি। তারপর স্বামী-স্ত্রী দুজনেই হেসে ফেলেন! জোভান আবার 'সরি' বলে বক্তব্য চালিয়ে যান।

তিনি আরও বলেন, "এতটা বলা ঠিক হয় নাই। আমি খুবই অনুতপ্ত, লজ্জিত, সমাজের কাছে ও আমার বউয়ের কাছে। আমি আশা করছি, আপনারা সবাই এবং আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।" এরপর বক্তব্যের ইতি টানতে গিয়ে তিনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন, "আরো কিছু আছে কি না!" তারপর কাগজের দিকে তাকিয়ে দেখে বলেন, "আর কিছু নেই, সব বলেছি।" এ পর্যায়েও আবার হেসে ফেলেন জোভান ও তার স্ত্রী।

নেটিজেনদের বিভিন্ন প্রতিক্রিয়া

এই ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, প্রাক্তন প্রেমিকাকে নিয়ে মন্তব্য করার কারণে তোপের মুখে পড়ে স্ত্রীর চাপেই তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু বেশিরভাগ ব্যবহারকারীই মনে করছেন, পুরো ভিডিওটিই মজা করে বানানো, অর্থাৎ 'ফেক'।

স্ত্রী নির্জনার মন্তব্যই যেন শেষ কথা

এ ব্যাপারে জোভানের স্ত্রী সাজিন আহমেদ নির্জনা নিজেই সেই পোস্টে মন্তব্য করে পরিস্থিতি কিছুটা পরিষ্কার করেছেন। তিনি লেখেন, "হাসতে মানা করেছিলাম! সবাই বোঝে যাচ্ছে এইটা মজা করে বানানো হইছে।" তার এই মন্তব্যের ওপর চারশোরও বেশি রিঅ্যাকশন পড়েছে।

স্ত্রীর এই মন্তব্যের জবাবে জোভানও লিখেছেন, "আমার বউ আমার প্রথম ও শেষ ভালোবাসা, কারো এটা শিখিয়ে দেওয়ার কিছু নাই।"

এভাবেই হাসি-ঠাট্টা আর নাটকীয়তার মিশেলে এক অনন্য পোস্ট দিয়ে সবার মাথা ঘুরিয়ে দিলেন অভিনেতা জোভান।

 

news