ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে ঘিরে এখন তুমুল আলোচনা। কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে নিজের প্রেমজীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেখানে জোভান জানান, অভিনয় জীবনের শুরুর দিকে একটি সম্পর্কে জড়িয়েছিলেন। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছিলেন—এমন স্বীকারোক্তিই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এই বক্তব্য ঘিরে শুরু হয় ব্যাপক চর্চা ও সমালোচনা। ঠিক তারই কয়েক দিন পর এবার জাতি ও নিজের স্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জোভান। তবে সেই ক্ষমা প্রার্থনাও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেক নেটিজেনই একে বলছেন ‘নাটকীয়’ ও ‘স্ক্রিপ্টেড’।
বুধবার (৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন জোভান আহমেদ। ভিডিওতে তিনি বলেন, “সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। আজ আমি জাতির সামনে বলতে চাই—ওই কথাগুলো মন থেকে আসেনি। এগুলো স্ক্রিপ্টেড ছিল, সাজানো ছিল, আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল।” এই কথা বলার সময় হঠাৎ থেমে যান তিনি। তখনই পাশে বসে থাকা তার স্ত্রীকেও ক্যামেরায় দেখা যায়।
এরপর লিখিত বক্তব্য পড়তে শুরু করেন জোভান। তিনি বলেন, “আসলে একটু বেশিই বলে ফেলেছি। এতটা বলা আমার ঠিক হয় নাই।” এই জায়গায় গিয়ে বক্তব্য থামিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে মাথা নাড়েন তিনি। এরপর দুজনেই হেসে ফেলেন। ‘সরি’ বলে আবার বক্তব্যে ফিরে আসেন জোভান।
তিনি আরও বলেন, “এতটা বলা ঠিক হয় নাই। আমি খুব অনুতপ্ত, লজ্জিত—সমাজের কাছে ও আমার বউয়ের কাছে।” এরপর ক্ষমা চেয়ে বলেন, সবাই যেন তাকে এবং তার স্ত্রী যেন বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। বক্তব্য শেষ করে নিজেই প্রশ্ন করেন, আর কিছু বলা বাকি আছে কি না। কাগজের দিকে তাকিয়ে দেখে বলেন, “আর কিছু নেই, সব বলেছি।” এ সময় আবারও হেসে ফেলেন জোভান ও তার স্ত্রী।
এই ভিডিও প্রকাশের পর নেটিজেনদের প্রতিক্রিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়। কেউ কেউ মন্তব্য করেন, “প্রাক্তন প্রেমিকা নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়ে স্ত্রীর চাপে প্রকাশ্যে ক্ষমা চাইছেন জোভান।” আবার বড় একটি অংশ বলছেন, “ভিডিওটা পুরোপুরি মজা করে বানানো, সবই ফেক।”
এ বিষয়ে জোভানের স্ত্রী সাজিন আহমেদ নির্জনাও মন্তব্য করেন। তিনি লেখেন, “হাসতে মানা করছিলাম! সবাই বুঝে যাচ্ছে—এইটা মজা করে বানানো হইছে।” তার এই মন্তব্যে চার শতাধিক রিঅ্যাকশন পড়ে। স্ত্রীর মন্তব্যের জবাবে জোভান লেখেন, “আমার বউই আমার প্রথম ও শেষ ভালোবাসা, কারো এটা শিখিয়ে দেওয়ার কিছু নাই।”
সব মিলিয়ে, জোভানের এই ‘ক্ষমা প্রার্থনা’ যে বাস্তব নাকি নিছক মজা—তা নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনা।
