কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। থ্রিলার ঘরানার এই সিনেমার শুটিং শুরু হয়েছে গত ডিসেম্বরে। এতে অপু বিশ্বাসের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করছেন আবদুন নূর সজল।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দুর্বার’-এর নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতা নিশ্চিত করেছেন, আগামী রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নতুন পোস্টারে দেখা যায়, অপু বিশ্বাসের মুখে লেগে আছে রক্তের ছাপ, ঠোঁটে রহস্যময় এক হাসি। দুই হাত দুই দিকে ছড়িয়ে নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা এই লুক দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, সিনেমাটিতে অপুকে দেখা যাবে একেবারে ভিন্ন রূপে।

‘দুর্বার’ সিনেমায় অপু বিশ্বাস ও আবদুন নূর সজলের সঙ্গে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ একাধিক শিল্পী। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

রোজার ঈদে মুক্তির ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। থ্রিলার গল্পে অপু বিশ্বাসের নতুন চরিত্র বড় পর্দায় কতটা চমক দেখাতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।

 

news