টেলিভিশন ও সিনেমার অভিনেত্রী প্রসূন আজাদ এখন ক্যামেরার সামনে থেকে অনেকটা দূরে। স্বামী ও সন্তানকে নিয়েই কাটে তার সময়। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়, যেখানে সমাজের নানা বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি ব্যক্তিগত ভাবনাগুলোও শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

বুধবার (৭ জানুয়ারি) ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন প্রসূন। 'অন্ধকার আছে বলেই আলো আছে' শিরোনামের এই লেখায় তিনি জানিয়েছেন কেন তিনি সোশ্যাল মিডিয়ায় আসেন, এবং জীবনের ভালো-মন্দ নিয়ে নিজের গভীর কিছু চিন্তা প্রকাশ করেছেন।

"আমি খুবই একা, এটাই পছন্দ করি"

প্রসূন লিখেছেন, "নিজের ছোট ছোট দুঃখ আনন্দ শেয়ার করার জন্য এইখানে আসি। জানি কোনো বন্ধু নাই। খুবই একা। এটাই পছন্দ করি। তবু আসি আমার মতো যে আলো হারিয়ে নিভু নিভু জ্বলছে, তাকে কিছু আলো দিতে আশা দিতে। পুরুষ-নারী-শিশু সবাই যারা আমার মতো প্রচন্ড অন্ধকারে ভোগার পরও কোনো মেডিকেশন যাদের বুকে আশার আলো জ্বালায় না, তাদের নিয়ে একসাথে বাঁচার জন্য।"

তিনি আরও যোগ করেন, "আপনি স্পেশাল কিন্তু এর মানে জীবনটা সবসময় রঙিন না। এই নিয়েই চলতে হয়.. নিজেকে আর অন্যকে.. সামান্য সাহস দেখাতে আসি।"

কৃতজ্ঞতা ও বঞ্চনার অভিজ্ঞতা

জীবনে কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ মানুষের সাথে তার অভিজ্ঞতার কথাও বলেন প্রসূন। তিনি লিখেছেন, "কারো যখন প্রয়োজন ঠিক তখনই আমাকে পেয়েছে। সাথে সাথে যখন যখন সুযোগ এসেছে আমার অবস্থান তার জীবনে কত গুরুত্বপূর্ণ সেটা বুঝাতে কেউ কার্পণ্য করে নাই... কখনো যাকে সারাজীবন দিয়ে দিয়েছি বিনিময়ে আমরা কতটা তুচ্ছ কতটা মূল্যহীন শুধু তাই বুঝতে পেরেছি।"

"আলো জ্বালিয়ে রাখুন, থেমে যাবেন না"

সবশেষে সৃষ্টিকর্তার প্রতি গভীর আস্থার কথা বলেন তিনি। তার শক্তিশালী বার্তা: "এইসব অনুভূতি বারবার ফিরে আসে, বারবার আপনাকে মনে করিয়ে দিতে চায়, আপনি শেষ। সব আলো নিভিয়ে দিন। কিন্তু না। আলো জ্বালিয়ে রাখুন, ছড়িয়ে দিন; থেমে যাবেন না। বিশ্বাসী হোন। কারণ আপনার মতন আলো খুবই কম আর সেটা জ্বালিয়ে রাখা পৃথিবীর জন্য জরুরি। আমি একা কিন্তু আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।"

ক্যারিয়ার

২০১২ সালে 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই গিয়াসউদ্দিন সেলিমের 'অবগুণ্ঠন' নাটকে অভিনয় করেন প্রসূন। পরবর্তীতে এই পরিচালকের সঙ্গে ক্যামেরার পেছনেও কাজ করেছেন তিনি, 'মনপুরা' সিনেমায় সহকারী পরিচালক হিসেবে।

মডেলিং ও অভিনয়েই অবশ্য তিনি বেশি সময় দিয়েছেন। শফিকুল ইসলাম খানের 'অচেনা হৃদয়' ছিল তার প্রথম সিনেমা। এরপর তিনি 'সর্বনাশা ইয়াবা', 'মুসাফির', 'পদ্মপুরাণ' সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

প্রসূনের এই উন্মুক্ত ও অনুপ্রেরণাদায়ক লেখা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

 

news