অবশেষে বিয়ের বন্ধনে বাঁধলেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা পার্থ শেখ। তার সঙ্গী হলেন সামিহা রহমান। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
পার্থর নববধূ সামিহা রহমান শোবিজ জগতের নন। তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা। পার্থর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর এবার তারা পাকাপোক্ত জীবনসঙ্গী হলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফেসবুকে একসঙ্গে তোলা ছবি শেয়ার করে আসছিলেন এই যুগল।
পার্থ শেখের বিয়েতে উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা। বিয়ের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী সাবা সারিকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “বিয়ে মোবারক।”
এছাড়াও নির্মাতা রাফাত মজুমদারও শুভকামনা জানিয়েছেন। তার ফেসবুক স্ট্যাটাসে লেখা ছিল, “নতুন জীবন সুন্দর হোক।” এই পোস্টের নিচে পার্থর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ব্যাপকভাবে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও গত কয়েক বছর ধরে মডেলিং ও অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন পার্থ শেখ। নিয়মিত নাটকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে।
