ভারতের চন্দ্রযান-৩ মিশন শেষ হতে চলেছে আগামী ৭ দিনের মধ্যে! ঠিক কী কারণে এই পরিস্থিতি
ভারতের চন্দ্রাভিযান সফল হয়েছে। তবে এই উচ্চাভিলাষী অভিযান আগামী সাতদিনের মধ্যে তার কার্যক্রম শেষ করতে চলেছে। গত ২৩ অগাস্ট বুধবার ভারতের চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দেশের এই সফল অভিযানের পিছনে রয়েছে। ভারতের চন্দ্রাভিযান মিশনেক প্রাথমিক উদ্দেশ্য ছিল চাঁদে অবতরণ করা, চন্দ্র পৃষ্ঠের অন্বেষণ করা এবং অমূল্য বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা। চন্দ্রযান ৩-এর অন্যতম প্রধান লক্ষ্য ছিল চাঁদে জলের সন্ধান করা। কারণ বিজ্ঞানীরা বিশ্বাস করেন, দক্ষিণ মেরু অঞ্চলে বিশাল গর্তগুলি, যা স্থায়ীভাবে ছায়ায় থাকে, বরফ ধরে রাখে, যা ভবিষ্যতে চাঁদে মানুষের বাসস্থানকে সমর্থন করতে পারে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি