পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতীয় সামরিক বাহিনী। শনিবার (৩১ মে) সিঙ্গাপুরে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন শাংরি-লা ডায়ালগ-এর ফাঁকে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনীল চৌহান।

যদিও ঠিক কতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে তা সুনির্দিষ্ট করে বলেননি তিনি। অনীল চৌহান বলেন, “বিমান ভূপাতিত হওয়াটা মুখ্য বিষয় নয়, বরং কেন তা হয়েছে সেটিই বিশ্লেষণযোগ্য। আমরা আমাদের কৌশলগত ভুল চিহ্নিত করেছি, তা সংশোধন করেছি এবং কয়েকদিনের মধ্যেই আবার সফলভাবে দূরপাল্লার হামলা পরিচালনা করেছি।”

এদিকে পাকিস্তানের ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। তিনি একে ‘ভুল তথ্য’ বলেও অভিহিত করেন।

প্রসঙ্গত, ভারতের ‘অপারেশন সিঁদুর’ চলাকালে পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতীয় একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফরাসি প্রযুক্তির রাফায়েলও ছিল। ব্লুমবার্গ জানায়, এটাই প্রথমবারের মতো ভারতের পক্ষ থেকে যুদ্ধবিমান হারানোর স্বীকৃতি দেওয়া হলো।

এ ছাড়া বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রহ্মণ্যম স্বামীও সম্প্রতি এক মন্তব্যে বলেন, “সংঘাতের সময় চীনা প্রযুক্তির বিমানগুলো ছিল অত্যন্ত কার্যকর, বিপরীতে রাফায়েল প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়।” তিনি সরলভাবে স্বীকার করেন, সংঘাতে ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়।

ভারতের এই স্বীকারোক্তি কূটনৈতিক এবং সামরিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে রাফায়েল যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এখন কৌশলগত পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার ওপর জোর দিচ্ছে।

news