ভারতের উত্তরাখণ্ডে সাত আরোহীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর তথ্যমতে, সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রোববার (১৫ জুন) ভোরে রাজ্যের গৌরীকুণ্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই তথ্য নিশ্চিত করেছে।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথোরিটি (UCADA) জানায়, হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ মোট ৭ জন ছিলেন। যাত্রীদের মধ্যে একজন শিশু ছাড়াও ছিলেন উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও উত্তরাখণ্ডের বাসিন্দারা। হেলিকপ্টারটি শ্রী কেদারনাথ ধাম থেকে ছেড়ে গন্তব্য গুপ্তকাশির পথে ছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশা এই দুর্ঘটনার পেছনে কারণ হতে পারে। হেলিকপ্টারটি দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এসডিআরএফ)। উদ্ধারকাজে যোগ দিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীও (এনডিআরএফ)।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুশকর সিং ধামি। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “রুদ্রপ্রয়াগে ঘটে যাওয়া এই হেলিকপ্টার দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সকল আরোহীর নিরাপদে ফিরে আসার জন্য আমরা প্রার্থনা করছি।”

এদিকে, মাত্র তিন দিন আগেই আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৭৯ জন প্রাণ হারান। সেই ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতেই আরেকটি আকাশপথের বিপর্যয়ে শোকস্তব্ধ ভারতবাসী।

news