বাংলাদেশি রোগীদের জন্য সুখবর দিল ভারত: দীর্ঘ সময় পর স্বাভাবিক সংখ্যায় মেডিকেল ভিসা দেওয়া শুরু হয়েছে। অতীতে রাজনৈতিক কারণে ভিসা সীমিত থাকায় অসুস্থ রোগীরা বিপাকে পড়ছিলেন। এবার ভারতীয় দূতাবাস আবেদনকারীদের জন্য বিকল্প স্লট ব্যবস্থা চালু করেছে। আবেদনকারী অনলাইনে স্লট নিতে ব্যর্থ হলে সরাসরি দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিসা প্রক্রিয়া করতে পারবেন।

২০২৩ সালে ভারত ২০ লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা দিয়েছে, যার বেশিরভাগই চিকিৎসার জন্য। তবে আগের দিনে দৈনিক ৫-৭ হাজার মেডিকেল ভিসা থাকলেও, গত বছর আগস্টের পর সংখ্যা কমে এক হাজারের কমে গিয়েছিল। নতুন ব্যবস্থায় চীনের দিকে যাওয়ার ঝুঁকি কমবে। আবেদনকারীরা নির্ধারিত তারিখে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে সব কাগজপত্র জমা দেবেন এবং সাধারণ প্রক্রিয়ায় ভিসা প্রসেস করা হবে।

 

news