পশ্চিমবঙ্গে দুর্নীতির অভিযোগে রায়গঞ্জে ডিএম অফিস অভিযান সিপিএমের, পুলিশের লাঠিচার্জ ও পানিকামান ব্যবহার

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে পঞ্চায়েত স্তরে দুর্নীতির অভিযোগে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জেলা প্রশাসকের দফতর ঘেরাও অভিযান কর্মসূচি পালন করেছে সিপিএম।

আজ (বৃহস্পতিবার) সিপিএমের উত্তর দিনাজপুর জেলা কমিটির ডাকে ওই কর্মসূচি পালিত হয়। সিপিএমের ওই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ লালঝাণ্ডা বহন করে শামিল হন। এসময়ে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।  

সিপিএমের সিনিয়র নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘আসলে পুলিশ ভয় পেয়েছে। ‘ডিএ’ মামলায় রাজ্য সরকার হেরেছে। তাই যদি চাকরি চলে  যায় সেই কারণে আজ লাঠিপেটা করেছে।’

সিপিএমের অভিযোগ- ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১ মাত্র তিন বছরে ‘এমজিএনআরইজিএস’ প্রকল্পে যে পুকুর কাটার কাজ হয়েছে তা সম্পূর্ন ভিত্তিহীন। ১০০ দিনের কাজর নামে কোটি কোটি টাকার বিল করে সেই টাকা নিজেদের ঘরেই তুলে নিয়েছে তৃণমূল। 

আজ সিপিএমের ওই মিছিল আটকাতে মাঠে নামে পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদী জনতা এগোনোর চেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে পানি কামান ব্যবহার করে এবং এক সময়ে লাঠিচার্জ করে। এতে কয়েকজন আহত হলে তাদের রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়।  

আজ রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে বিশাল মিছিল শুরু হয়। মিছিলের সামনের সারিতে ছিলেন সিপিএমের সিনিয়র নেতা সুজন চক্রবর্তী, পলাশ দাশ, আনারুল হক ও অন্যরা।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে ।

news