পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে বিজেপি আইনজীবীদের সাক্ষাৎ

ভারতের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপি প্রভাবিত আইনজীবী সংগঠনের সদস্যরা। সাক্ষাতের পর ওই আইনজীবীদের দাবি, রাষ্ট্রপতি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

আজ (শুক্রবার) এ ব্যাপারে এক আইনজীবী বলেন, ‘পশ্চিমবঙ্গে আজকে যা অবস্থা আইনশৃঙ্খলা বলে কিছু নেই। গণতন্ত্র বলে কিছু নেই। প্রশাসনের সমর্থনে যেভাবে মানুষ খুন হচ্ছে, মেয়েরা ধর্ষিত হচ্ছে, মায়েদের চোখে জল বইছে, সেজন্য রাষ্ট্রপতি শাসন কার্যকর করতে হবে।’

এ প্রসঙ্গে আজ তৃণমূল নেত্রী দোলা সেন এমপি বলেন, ‘এখানে ল্যান্ড স্লাইড ভিকট্রি। বিগত নির্বাচনে ২১৫টা আসনে জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মানুষের আর্শীবাদ পেয়েছেন মমতা। আর গণতন্ত্রে মানুষই শেষ কথা  বলবে। যারা হেরে গেছে তাদের হার হজম হচ্ছে না। সেজন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বাংলায় হিংসা নিয়ে প্রশ্ন তোলেন। আইনজীবীদের দলীয় সংগঠন এখানে আসতেই পারেন। রাষ্ট্রপতি শাসন দাবি করতে পারেন। গণতান্ত্রিক দেশে সব অধিকার আছে।’ 

অন্যদিকে, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘৯৮ হাজার কোটি টাকা রাজ্য পায় কেন্দ্রীয় সরকারের কাছে, ওরা দিল্লিতে গিয়ে বলুন না। উত্তর  প্রদেশের উন্নাও, হাথরাস, লখিমপুর, প্রয়াগরাজ- গণতন্ত্রের সর্বনাশ করছে যোগী সরকার। মানবাধিকার কমিশন ঘুমোচ্ছে। এ গুলো দেখুন, তারা যান সেখানে। যাদের মাটির সঙ্গে কোনও সম্পর্ক নেই, তারা একটা সস্তা প্রচারের জন্য এ ভাবে যাচ্ছেন।’  এর সঙ্গে বাংলার ভালো মন্দ রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। খবর পার্সটুডের/এনবিএস/২০২২

news