ইবিতে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্টকে প্রত্যাহার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হল প্রভোস্টকে প্রত্যাহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবর রহমান বুধবার (১ মার্চ) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমরা হাইকোর্ট থেকে যে বার্তা পেয়েছি সেই অনুসারে ওই হলের প্রভোস্টকে প্রত্যাহার করেছি এবং হলের সিনিয়র হাউজ টিউটরকে সাময়িকভাবে হল চালানোর জন্য বলা হয়েছে।

জানা যায়, হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমকে প্রত্যাহার করে তদস্থলে আবাসিক হলের সিনিয়র শিক্ষক ড. আহসানুল হককে হল চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ছাত্রী ফুলপরী খাতুনকে রাতভর মারধর ও শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় ৫ ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। সকালে বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানায় আদালত।

এনবিএস/ওডে/সি

news