আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ। এর আগে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষায় অংশ নিতে হলে শিক্ষার্থীদের অবশ্যই নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে এবং সেই পরীক্ষার ফলাফল ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত প্রকাশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসএসসি ফরম পূরণ কার্যক্রম ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা শিগগিরই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়া, শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফলাফল বোর্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে, যাতে ফরম পূরণে কোনো বিলম্ব না হয়।
শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সময়সূচি মেনে সব কার্যক্রম সম্পন্ন করা গেলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
 
                                
                                 
	 
                                 
                     
 
 
 
                                                                                    
 
                                                                                                                          
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            