তেলআবিবে সরকারবিরোধী বিক্ষোভে চারজন আটক
শনিবার ইসরায়েল পুলিশ একটি বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করে বলে জানিয়েছে রাষ্ট্রীয় রেডিও স্টেশন কান। তাস
রাজধানী তেলাবিবের পূর্বাঞ্চলের আয়ালন হাইওয়ের দিকে বিক্ষোভকারীরা জড় হয়ে রাস্তাটি অবরোধের চেষ্টা করলে তাদের আটক করা হয়। হাইওয়েটি তেলাবিব মেট্রোপলিটনের একটি গুরুত্বপূর্ণ সড়ক।
এসময় পুলিশ বিক্ষোভকারীদের দমন করত জলকামান ব্যবহার করে।
পুলিশ জানিয়েছেন, প্রায় ১ লাখ ৪০ হাজার বিক্ষভকারী এই সরকারবিরোধী মিছিলে অংশ নিয়েছেন।
জানুয়ারিতে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ঘোষিত বিচার বিভাগ সংষ্কারের ঘোষণার পর থেকেই দেশটির জনগণ বিক্ষোভ শুরু করেন। দেশটির বিরোধীদল জানিয়েছে সরকারের এমন পদক্ষেপ গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার একটি ষড়যন্ত্র।
এদিকে সরকার বলছে, সংবিধানের স্বার্থ ও ভিন্নমতের সংঘর্ষ এড়াতেই এটি বাস্তবায়ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
এনবিএস/ওডে/সি


