ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনের গুরুত্বপূর্ণ ওডেসা বন্দরে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। এতে ক্ষতি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানান। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।

ফেসবুকে দেয়া বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, শত্রুর  মনুষ্যবিহীন যান বা ড্রোনগুলো ওডেসা বন্দর ও ওডেসা জেলায় হামলা চালায়। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার  শত্রুতে পরিণত হয়েছে। প্রয়োজনে মস্কো তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

আরগুমেন্টি আই ফ্যাটকি নামক ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। ল্যাভরব বলেন, ’ইইউ নিজ দোষে রাশিয়াকে হারিয়ে ফেলেছে।’  তিনি বলেন, ‘ ইইউ দেশগুলো ও তাদের নেতারাই রাশিয়ার ক্ষতিসাধন  ও কৌশলগতভাবে পরাজিত করার কথা খোলাখুলিভাবে ঘোষনা করে আসছেন।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপ কিয়েভের ‘দুস্কৃতকারী সরকারকে অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষক সরবরাহ করার মাধ্যমে সহায়তা করছে, তাই মস্কো তাদের সঙ্গে কিভাবে আচরণ করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। শত্রুতামূলক পদক্ষেপের জবাবে তার দেশও প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেবে।

এনবিএস/ওডে/সি

news