মেক্সিকোর অবকাশ কেন্দ্রে ৪ মরদেহ উদ্ধার
মেক্সিকোর কানকুন নগরীর বীচের কাছে অবকাশ যাপন কেন্দ্রে ৪ জনের মরদেহ পাওয়া গেছে। জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্রে এটি হলো সর্বশেষ সহিংসতার ঘটনা
তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তিদের জাতীয়তা ও পরিচয় জানা সম্ভব হবে। এর কাছে অবস্থিত পুয়ের্তো মোরেলোস শহরে যুক্তরাষ্ট্রেরএকজন পর্যটকের পায়ে গুলি করার ঘটনার এক সপ্তাহ পর কানকুনের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
কৌসুলিরা প্রথমে জানিয়েছিলেন যে, কানকুনের সাগর তীরের একটি হোটেলে সোমবার ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তারা একই স্থানে নীচ তালা থেকে চতুর্থ মরদেহ উদ্ধারের কথা জানান।
ক্যারিবীয় উপকূলীয় রাজ্য কুইনতানা রূ’র কৌসুলীরা জানান, এ হত্যাকান্ডের ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তারা জানান, তারা ঘটনাটি তদন্ত করছেন তবে কোন কারণ জানাননি।
গত সপ্তাহে পুয়ের্তো মোরেলোসে একজন মার্কিন পর্যটকের কাছে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি আসে এবং তার পায়ে গুলি করে। তবে এ পেছনের উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে। ওই মার্কিন পর্যটককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার যখম মারাত্মক নয়।
এনবিএস/ওডে/সি


