ফ্রান্সে ৪ শিশুর উপর ছুরিকাঘাত, এক সিরীয় আটক

ফ্রান্সের একটি পার্কে ছুরিকাঘাতে ৪ শিশু এবং এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি আহত হয়েছেন। আলপাইন শহর অ্যানেসিতে এ ঘটনায় হামলাকারী একজন সিরীয় আশ্রয়প্রার্থী বলে জানিয়েছে পুলিশ। তার বয়স ৪৫ বলে জানিয়েছে পুলিশ। আহতদের কারও কারও অবস্থা গুরুতর। 

শিশুরা লেকের ধারের পার্কে সকালে তাদের গার্ডদের সঙ্গে হাঁটতে বেরিয়েছিল। সে সময় এক ব্যক্তি ছুরি নিয়ে অকস্ম্যাৎ তাদের ওপর হামলা চালায়। পরে সেখান থেকে দৌড়ে গিয়ে হেঁটে যাওয়া এক বয়স্ক মানুষকেও ছুরিকাঘাত করে হামলাকারী। আর তখনই পুলিশ এসে হামলাকারীর পায়ে গুলি চালায় এবং মারধর করে।

ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে, আহত শিশুদের বয়স তিন বছরের মতো। তাদের দুইজন এবং প্রাপ্তবয়স্ক ওই ব্যক্তির অবস্থা গুরুতর।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেছেন, আহতরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে। জাতি মর্মাহত হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news