বিশ্ব আজ নয়া শীতল যুদ্ধের মুখোমুখি: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: বিশ্ব এখন নয়া শীতল যুদ্ধের মুখোমুখি। আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের স্টোন হল বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এই হুশিয়ারি দেন।

তিনি বলেন: বিশ্ব এখন পারমাণবিক কর্মকাণ্ড, সন্ত্রাসবাদ, চরমপন্থা, বিভিন্ন দেশে বিদ্যমান প্রাচীন গোত্রীয় সংঘাতসহ বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে নতুন স্নায়ুযুদ্ধের হুমকির মুখে রয়েছে।

এইসব চ্যালেঞ্জ থেকেই বোঝা যায় বিশ্ব এখন গভীর বিভক্তির সম্মুখিন। তিনি আরও বলেন ক্রমবর্ধমান সামাজিক বৈষম্য, আবহাওয়াগত পরিবর্তন, ক্ষুধা ও রোগ-ব্যাধির বিস্তারও বিশ্বের সামনে চ্যালেঞ্জে হয়ে দাঁড়িয়েছে।

গুতেরেস বলেন: বিশ্ব এমন সব সংঘাতের মুখোমুখি হচ্ছে গত কয়েক দশকেও যা দেখা যায় নি।

জাতিসংঘের মহাসচিব ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বলেন: এই যুদ্ধ মানুষের জন্য ব্যাপক দুর্ভোগ ও প্রণহানীর কারণ হয়ে দাঁড়িয়েছে।খরব পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news