গুহার ৩০০০ ফুট নিচে আটকাপড়া মার্কিন গবেষককে উদ্ধার
দক্ষিণ তুরস্কের টরাস পর্বতমালার মরকা গুহা থেকে গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে ৪০ বছর বয়সী গবেষক মার্ক ডিকিকে উদ্ধার করা হয়েছে।
এক সপ্তাহের বেশি সময় ধরে আটকা পড়া ডিকি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তুরস্কের একটি হাসপাতালে নেওয়ার পর ওই গবেষক এখন সেরে উঠছেন। ডিকিকে উদ্ধার করার সময় তুরস্ক এবং সারা ইউরোপের উদ্ধারকারীরা উল্লাস করছিলেন ও করতালি দিচ্ছিলেন।
গত ২ সেপ্টেম্বর পেটে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন ডিকি। কী কারণে এ অবস্থা তা স্পষ্ট বোঝা যায়নি। উদ্ধারের পরে একটি স্ট্রেচারে শুয়ে উপস্থিত সাংবাদিকদেরকে ডিকি তার এ অগ্নিপরীক্ষাকে একটি ‘খামখেয়ালি অভিযান’ হিসেবে বর্ণনা করেন।
গুহার ভেতরে ডিকির চিকিৎসা করা প্রথম ব্যক্তিদের মধ্যে ছিলেন ডা. জসোফিয়া জাডোর। তিনি হাঙ্গেরিয়ান উদ্ধারকারী দলের চিকিৎসা সম্পর্কিত উদ্ধারকারী। এছাড়াও বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, ইতালি, পোল্যান্ড এবং তুরস্কের প্রায় ১৯০ জন বিশেষজ্ঞ চিকিৎসক, প্যারামেডিক এবং গুহা বিষয়ক অভিজ্ঞরা উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
