গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৩২ নিহত

নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহতদের জানাযায় শোকার্ত স্বজনরা

গাজার দক্ষিণের রাফাহ ফিলিস্তিনিরা শনিবার জানান যে, ইসরায়েলি স্থল হামলার হুমকির মুখে আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। ইসরায়েলি হামলার শিকার গাজার ১৪ লাখ বাস্তুচ্যূত ফিলিস্তিনি অঞ্চলটিতে গিয়ে আশ্রয় নিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী রাফাহ’য় স্থল হামলার প্রস্ততি হিসেবে অঞ্চলটির কাছাকাছি দক্ষিণ গাজায় বহু ট্যাংক ও সাজোয়াযান মোতায়েন করেছে। এ ছাড়া রাফাহ বিভিন্ন অংশে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

 উত্তর গাজা থেকে সন্তান ও স্বামীসহ রাফাহতে পালিয়ে আসা নিদা সফি(৩০) বলেন, আমরা বার বার হামলা ও বিতাড়িত হওয়ার অব্যাহত সন্ত্রাস ও আতংকের মধ্যে দিন কাটাচ্ছি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৩২ জন নিহত নিয়ে গাজায় কমপক্ষে ৩৪৩৮৮ ফিলিস্তিনি নিহত এবং ৭৭৪৩৭ জন আহত হয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news