আফগানিস্তানে উদ্ধার তৎপরতা চালাতে ১৮ সদস্যের টিম পাঠাল ইরান

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে ১৮ সদস্যের একটি টিম পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ (বৃহস্পতিবার) সকালে বিমানযোগে তারা আফগানিস্তানে পৌঁছেছেন।

ইরানি টিমের সদস্যরা ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। এসব তথ্য জানিয়েছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাপরিচালক ইয়াকুব সোলাইমানি।

আফগানিস্তানে ত্রাণ পাঠানোর সর্বশেষ তথ্যও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। সোলাইমানি বলেছেন- এ পর্যন্ত এক হাজার ৫০টি খাবার প্যাকেট, এক হাজার তাঁবু এবং দুই হাজার মাদুর পাঠানো হয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পরপরই সীমান্তবর্তী প্রদেশগুলো ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সহযোগিতা করতে প্রস্তুতির কথা ঘোষণা করে। গতরাতে ত্রাণের প্রথম চালান পাঠানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর বিমান এ ক্ষেত্রে সহযোগিতা দিচ্ছে বলে তিনি জানান।

আফগানিস্তানের খোস্ত প্রদেশে রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে গতকাল (বুধবার) সকালে। এই ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news