নতুন নিষেধাজ্ঞা: মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী-কন্যা রাশিয়ায় ঢুকতে পারবেন না
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন ও মেয়ে অ্যাশলে বাইডেনসহ ২৫ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এর ফলে এসব মার্কিন নাগরিক রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
আজ (মঙ্গলবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তারা নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আসা ২৫ ব্যক্তির নামের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, রাশিয়ার রাজনীতিবিদসহ অন্যান্য ব্যক্তিদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবাদ হিসেবে ২৫ জন মার্কিন নাগরিকের নাম নতুন করে ‘স্টপ লিস্টে' যুক্ত করা হয়েছে। এর অর্থ হলো এসব ব্যক্তি রাশিয়া ভ্রমণ করতে পারবেন না।
নতুন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে একাধিক মার্কিন সিনেটরও রয়েছেন। এদের কয়েকজন হলেন- মেইন অঙ্গরাজ্যের সুসান কলিন্স, কেনটাকির মিচ ম্যাককনেল, আইওয়ার চার্লস গ্রেসলি ও নিউইয়র্কের সিনেটর ক্রিস্টেন গিলিব্রান্ড। এ ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় আছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক ও সাবেক সরকারি কর্মকর্তা।
এর আগে আমেরিকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার পরিবারের কয়েকজন সদস্যসহ বহু রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার প্রবণতা বেড়েছে। খবর পার্সটুড়ে/এনবিএস/২০২২/একে