আমেরিকার সদিচ্ছা থাকলে চুক্তি অসম্ভব নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সরকারের সদিচ্ছা থাকলে দোহায় শুরু হওয়া আলোচনা থেকে একটি চুক্তি বের করে আনা অসম্ভব কিছু নয়। ইরান নিজের রেড লাইনগুলো থেকে সরে আসবে না বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।

কাতারের রাজধানী দোহায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যখন আমেরিকার সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা শুরু হয়েছে তখন আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করলেন।

কাস্পিয়ান সাগর তীরবর্তী পাঁচ দেশের শীর্ষ নেতাদের সম্মেলনে অংশগ্রহণের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদে অবস্থান করছেন। তিনি মঙ্গলবার রাতে এশকাবাদের ইরান দূতাবাসে দোহায় শুরু হওয়া বৈঠক সম্পর্কে ইরানের অবস্থান ব্যক্ত করেন।

আব্দুল্লাহিয়ান বলেন, আমরা কূটনৈতিক চ্যানেলে আমেরিকাকে জানিয়ে দিয়েছি, তারা যদি আইএইএতে ইরানবিরোধী প্রস্তাব পাসের তৎপরতা অব্যাহত রাখে তাহলে তেহরান হাত গুটিয়ে বসে থাকবে না। তিনি বলেন, ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে নতুন নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের কাজ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না চুক্তি হয়। মার্কিন সরকার যদি আলোচনার পথে এগুতে চায় এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাহলেই কেবল ইরান তার পরমাণু তৎপরতাকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে।খবর পার্সটুড়ে/এনবিএস/২০২২/একে

news