গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে কখনোই স্বীকৃতি দেবে না মস্কো
অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইল সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যত চেষ্টাই করুক না কেন, রাশিয়া তাকে স্বীকৃতি দেবে না। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী ফার্স্ট ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দিমিত্রি পলিয়ানস্কি এ কথা বলেছেন।
গতকাল (সোমবার) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে পলিয়ানস্কি বলেন, ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে বসতি নির্মাণ প্রকল্প বাড়াবে এবং ২০২৬ সালের মধ্যে সেখানে ইহুদি বসতির সংখ্যা দ্বিগুণ করবে বলে ঘোষণা করেছে। ইসরাইলের এই প্রচেষ্টার সমালোচনা করে রুশ কূটনৈতিক বলেন, ইসরাইলের সার্বভৌম প্রতিষ্ঠার এই প্রচেষ্টাকে রাশিয়া বৈধতা তৎপরতা বলে স্বীকার করে না।
দিমিত্রি পলিয়ানস্কি আরো বলেন, সিরিয়ার ভূখণ্ডে এবং ফিলিস্তিনে ইসরাইলের পক্ষ থেকে যত আগ্রাসন চালানো হয় তার সবই আমেরিকার অনুমতি নিয়ে করা হয়। ইহুদিবাদী ইসরাইল যে ধারাবাহিকভাবে ফিলিস্তিনিদের অধিকার লংঘন করে সে ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নিরাপত্তার সমালোচনা ও নিন্দা জানিয়ে রাশিয়ার এ কূটনীতিক বলেন, মানবাধিকার ইস্যুতে পশ্চিমাদের দ্বিমুখী নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।।খবর পার্সটুড়ে/এনবিএস/২০২২/একে